প্রতিনিধি:
সাম্প্রতিকী ডেক্স
আপডেট:
১৯ মে, ২০২১ | ১২:০০ রাত
৩ বার পঠিত
মেহেরপুরে কয়েকদিনে ১৪ জন করোনায় আক্রান্ত
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরে নতুন করে ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে মেহেরপুর সিভিল সার্জন । গত ১৬ মে ২০২১ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ০৪ জন (সদর), ১৭ ই মে ২০২১ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ০৭ জন (সদর ৬ মুজিবনগর ১) এবং গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ০৩।
(সদর ২ মুজিবনগর ১) গতকয়েক দিনে মেহেরপুরে সর্বমোট নমুনা নেওয়া হয়েছে ৬৯৬৮টি। সর্বমোট ফলাফল এসেছে ৯৪৬টি।
মেহেরপুরে সর্বমোট মৃত্যু ২০, সুস্থ ৮৩৬, ট্রানস্ফারড ৬৯, বর্তমানে মেহেরপুরে করোনা ভইরাস পজিটিভ এর সংখ্যা ২৬ (সদর ১৬ গাংনী ৪ মুজিবনগর ৪) আজ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৭৬।