প্রতিনিধি:
সাম্প্রতিকী ডেক্স
আপডেট:
০৯ মার্চ, ২০২১ | ১২:০০ রাত
৩ বার পঠিত
মেহেরপুরের গাংনীতে কৃষক লীগের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীর বামন্দীতে কৃষক লীগের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল পাঁচটায় বাণিজ্য পাড়ায় এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বামন্দী ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক জিয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসীম সাজ্জাদ লিখন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান,আজিজুল হক বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে কৃষক লীগের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।