প্রতিনিধি:
সাম্প্রতিকী ডেক্স
আপডেট:
০২ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত
২ বার পঠিত
ঝিনাইদহের সীমান্তবর্তী ইছামতি নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তবর্তী ইছামতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মহেশপুরের বাঘাডাঙ্গা ও পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বল্লবাড়িয়া এলাকার মাঝে অবস্থিত ইছামতি নদীর বাংলাদেশ অংশে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। আনুমানিক ১০ থেকে ১৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। গায়ে আঘাতের কোন চিহ্ন বোঝা যাচ্ছে না বলে জানিয়েছে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম। লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।