ঝিনাইদহের যুবক চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ পৗের এলাকার বড় খাজুরা জোয়ার্দ্দারপাড়ার যুবক আনারুল বিশ্বাসকে আধা কেজি গাঁজাসহ আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সুবদিয়া পুলিশ বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।
এ সময় পালিয়ে যায় তার সহযোগী পিরোজখালীর মন্টু মÐল। আটককৃত যুবক আনারুল বিশ্বাস (২৬) ঝিনাইদহ পৌর এলাকার বড় খাজুরা গ্রামের জোয়ার্দ্দারপাড়ার আজিজুল বিশ্বাসের ছেলে ও পলাতক মন্টু মন্ডল (৩৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামের মৃত দেদের মÐলের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই শেখ হাদীউজ্জামান, এএসআই আশরাফুজ্জামান ও এএসআই রাসেল তালুকদার সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার সুবদিয়ায় অভিযান চালান। অভিযানে সুবদিয়া পুলিশ বক্সের সামনে থেকে আটক করা হয় আনারুল বিশ্বাসকে। এ সময় পালিয়ে যায় মণ্টু মÐল। পরে আনারুলের দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গাঁজা। মঙ্গলবারই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।