প্রতিনিধি:
সাম্প্রতিকী ডেক্স
আপডেট:
২৯ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত
৩ বার পঠিত
ঝিনাইদহের খাদ্যবান্ধব কর্মসূচির সেই ডিলারের ডিলারশীপ স্থগিত করল উপজেলা প্রশাসন
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মোঃ আতিয়ার রহমানের ডিলারশীপ স্থগিত করেছে উপজেলা প্রশাসন। এর আগে পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রামের ১১ জন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন।
তাদের অভিযোগ ছিল ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরনের জনসভায় না যাওয়ায় তাদের কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার শুনানি শেষে ডিলার আতিয়ার রহমানের ডিলারশীপ স্থগিত করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন জানান, আমরা অভিযোগের ভিত্তিতে ডিলার আতিয়ার রহমানের কার্যক্রম স্থগিত রেখেছি। পরবর্তীতে বিস্তারিত তদন্ত সাপেক্ষে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবো।