প্রতিনিধি:
সাম্প্রতিকী ডেক্স
আপডেট:
১০ মার্চ, ২০২১ | ১২:০০ রাত
৩ বার পঠিত
গাংনী পৌরসভার প্যানেল মেয়র গঠন
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী পৌরসভার প্যানেল মেয়র গঠন করা হয়েছে। মঙ্গলবার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আছেল উদ্দীনকে প্যানেল মেয়র ১,২ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানকে প্যানেল মেয়র ২ ও ৪,৫,৬ ওয়ার্ডের কাউন্সিলর ঝর্না বেগমকে প্যনেল মেয়র ৩ করা হয়েছে।
প্যানেল মেয়র ঠনের বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র আহমেদ আলী। পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র ১ আছেল উদ্দীন জানান,তাকে মঙ্গলবার সন্ধ্যায় প্যানেল মেয়র ১ মনোনীত করে চিঠি দেয়া হয়েছে। তবে দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার প্রতিশ্রতি দিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
এদিকে প্যানেল মেয়র ২ কাউন্সিলর মিজানুর রহমান জানান তিনি এখনও প্যানেল মেয়র গঠিত হওয়ার চিঠি হাতে পাননি। তবে জনগন যে দায়িত্ব দিয়েছে তা পালনে তিনি সচেষ্ট থাকবেন।