প্রতিনিধি:
সাম্প্রতিকী ডেক্স
আপডেট:
১০ মে, ২০২১ | ১২:০০ রাত
৩ বার পঠিত
গাংনীর মটমুড়া ইউনিয়নে অসহায়দের মাঝে অর্থ প্রদান
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদে দুস্থ,অসহায় ও অস্বচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ এই অর্থ প্রদান করা হয়।
এসময় ১২শ’৫০ জন পরিবারের মাঝে ৪শ’৫০ টাকা করে প্রদান করা হয়। মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ।
এছাড়াও গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও ইউপি সচিব সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।