প্রতিনিধি:
সাম্প্রতিকী ডেক্স
আপডেট:
১৩ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত
৩ বার পঠিত
গাংনীর কাজীপুর থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ বাপ্পি আটক
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কাজীপুর ডিগ্রী কলেজের সামনে থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ বাপ্পি মিয়া (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার কাজীপুর কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক বাপ্পি মিয়া কুষ্টিয়া মজমপুরের ইচাহাক হক এর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জসিম উদ্দিন ও এএসআই মাহাতাব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বাপ্পি মিয়ার বিরুদ্ধে গাংনী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।