প্রতিনিধি:
সাম্প্রতিকী ডেক্স
আপডেট:
১৩ জুন, ২০২১ | ১২:০০ রাত
৫ বার পঠিত
গাংনীতে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে প্রাকৃতিক দুর্যোগ,ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টার সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এই অনুষ্ঠানের আয়োজন করেন। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসব বিতরণ করা হয়।
এসময় ২৫ টি পরিবারের মাঝে নগদ ৭৫ হাজার টাকা ও ২৫ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
এমপি বলেন, এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার,মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম,বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল প্রমূখ।