প্রতিনিধি:
সাম্প্রতিকী ডেক্স
আপডেট:
০৭ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত
৩ বার পঠিত
গাংনীতে এক ফেন্সিডিল ব্যবসায়ী আটক
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে সজীব নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা সহড়াতলা বিজিবি সদস্যরা।আটক সজীব কাজিপুর রিফুজি পাড়ার মহিউদ্দিনের ছেলে।বুধবার ভোরের দিকে সহড়াতলা বিজিবির একটি টহল দল সজীবকে আটক করে।এ সময় তার কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।সহড়াতলা বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবি হাবিলদার শাহিন উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষ করে ফেরার পথে পথিমধ্যে সজীবকে আটক করে, এ সময় তার কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।