প্রতিনিধি:
সাম্প্রতিকী ডেক্স
আপডেট:
২৯ মে, ২০২১ | ১২:০০ রাত
৫ বার পঠিত
গাংনীতে আটক-২
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
শুক্রবার সন্ধ্যা৭টার দিকে উপজেলার বামন্দী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,বামন্দী নিশিপুর ক্যাম্প পাড়ার মোয়াজ্জেম আলীর ছেলে মাসুদ রানা(১৯) ও ছাতিয়ান পশ্চিম পাড়ার মৃত জমির উদ্দিনের ছেলে শামীম রেজা(২৬)। এসময় তাদের নিকট থেকে ২১পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবির এসআই হাবিবুর রহমান ও এএসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। ডিবির ওসি জুলফিকার আলী জানান,আসামীদের গাংনী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।