২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১৭, ২০২২
32
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বি.এন.পি জামায়াতের মদদপুষ্ট নিষিদ্ধ জঙ্গিঁ সংগঠন জেএমবি কর্তৃক একযোগে ঘৃণ্য ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট বুধবার উপজেলা মঞ্চে উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

এসময় তিনি বলেন, এই আগস্ট মাসে বঙ্গবন্ধু ঘাতকদের বুলেটের আঘাতে মৃত্যুবরণ করেন। তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানিক রুপ দিচ্ছেন। আজকে আপনারা প্রত্যেকেই গ্রামগঞ্জ থেকে আসছেন। আপনাদের রাস্তার ঘাট সব পাকা করে দিয়েছে। আগে আপনাদের তৈরী করা ফসল বিক্রয় করার জন্য শহরে নিয়ে আসতে হত। এখন আপনারা বাড়িতে বসেই তা বিক্রয় করতে পারছেন। এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবদান। ১৯৭১ সালে যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষনা করেছিলাম। যাদের বুলেটের আঘাতে আমার ভাইয়েরা মৃত্যু বরণ করেছিল। সেই রাজাকার আলবদররা এখনও তৎপর রয়েছে। সবাইকে সজাগ থাকতে হবে। সকল নেতাকর্মিদের ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে।


সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগে সহসভাপতি মাসুদ উজ জামান লিটু বিশ^াস, প্রশান্ত অধিকারী, বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, সিরাজুর ইসলাম, সাবেক উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ জকু, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, রাজাবুল ইসলাম মনা, পৌর আওয়ামীলীগের সহসভাপতি বিশ^জিৎ সাধুখাঁ, রিপন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আশিকুজ্জামান অল্টু, মাহমুদুল হাসান চঞ্চল, তরিকুল ইসলাম, বনিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালহীন উৎপল, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, মোল্লা কামরুজ্জামান শামিম, আব্দুর রাজ্জাক, হাসানুজ্জামান হান্নান, আব্দুল হান্নান মাস্টার, মকবুল হোসেন, শহিদুল হক লাল্টু, আইনাল হক, হেলাল মাস্টার, রুবেল, আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক, সিরাজুল ইসলাম, মহসিন কামাল, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লাকচু, মুসা, সাংস্কৃতি সম্পাদক আব্দুল লতিফ, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, খন্দকার মজিবুল ইসলাম, আব্দুল গাফফার, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী সাইদা ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, পৌর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ডালিম রানী, জেলা পরিষদের সদস্য কাজল রেখা, সাবেক ছাত্রলীগ নেতা মোল্লা জাফর, রেজাউল, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সাধারন সম্পাদক সেলিম রেজা তপন, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাহিদ হাসান তমাল, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, সাংগঠনক সম্পাদক পিন্টু, উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক আলম হোসেন, ছাত্রলীগ নেতা ইছানুর কবীর, রকি, সাকিব, অটল, টিটন, সজীব, অটল, শিহাব, রোমান, অভি, সৈকত, সাগর, যুবলীগ নেতা সৈকত খান, রঞ্জু, মশিউর, হৃদয়, পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে সোনা উল্লাহ, দ্বীনেশ, সিরাজুল, লাবলু, কালু ঘোষ, মিজান, দেলোয়ার, আক্তারুজ্জামান, দেলোয়ার মোল্লা, জাহাঙ্গীর, রেজাউল হক তবা, মাহবুবুর রহমান, শহিদুল মোল্লা, শাফায়েত প্রমুখ।

পরে উপজেলা মঞ্চ থেকে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্তম্ভ মোড় ঘুরে শেষ হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram