স্বাস্থ্যবিধি মেনে চলতে ও শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা নিয়েছে। ৯ আগস্ট রবিবার বিকেলে আলমডাঙ্গা শহরের সবচেয়ে ব্যস্ততম আলিফ উদ্দীন মোড়ে মাস্কবিহীন চলাচলকারী ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের সম্মুখিন করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী।
জানাগেছে, মহামারি করোনা ভাইরাস শুরু থেকেই আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী করোনা ভাইরাস সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করতে নানা পদক্ষেপ গ্রহন করেছেন। তিনি উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মো: হুমায়ন কবীর ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর কবীরকে সঙ্গে নিয়ে দিনরাত কাজ করছেন।
উপজেলার বিভিন্ন গ্রামে সচেতনামূলক মাইকিং, লিপলেট বিতরণ, মোড়ে মোড়ে সচেতনামূলক আলোচনা সভা করেন। শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে শহর ও উপজেলার বিভিন্ন গ্রামে মাইকিং করেছেন। এছাড়াও তিনি অসহায় মানুষকে মাস্ক ও সাবান বিতরণ করছেন ।
মানুষকে মাস্ক পড়ে বাইরে আসতে বাধ্য করতে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। ৯ আগস্ট রবিবার বিকেলে আলমডাঙ্গা শহরের সবচেয়ে ব্যস্ততম আলিফ উদ্দীন মোড়ে মাস্কবিহীন চলাচলকারী ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছেন।
এসময় চলাচলকারী রুবেলকে ৫শ টাকা, সোহানকে ৫শ টাকা, সুজনকে ৫শ টাকা, র্জাফরকে ৭শ টাকা, নাজমুলকে ৩শ টাকা, মারফুলকে ১শ টাকা, ফজলুকে ২শ টাকা, বাবলুকে ৫শ টাকা, জালালকে ৩শ টাকা, আমির হামজাকে ৫শ টাকা জরিমানা করেন।