১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে দুর্নীতির দায়ে দেশি-বিদেশি ১৩৬ জন গ্রেফতার

প্রতিনিধি :
Masud Rana
আপডেট :
জুন ১৫, ২০২১
30
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

সৌদি আরবে দুর্নীতির দায়ে দেশি-বিদেশি মিলিয়ে অন্তত ১৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদির তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ ‘নাজাহা’।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সৌদি সরকারের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, ন্যাশনাল গার্ড, স্বাস্থ্য, আইন, পৌর ও পল্লী, আবাসন এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন

তাদের বিরুদ্ধে ঘুষ, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

নাজাহা জানিয়েছে, গত ১২ মে থেকে শুরু হওয়া শাওয়াল মাসজুড়ে দুর্নীতি দমন কর্তৃপক্ষ ৯১৪টি তদন্ত অভিযান চালায় এবং ৫৬২ জন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে। এদের মধ্যে শেষ পর্যন্ত ১৩৬ জনকে গ্রেফতার করা হয়গ্রেফতার ব্যক্তিদের বিচার প্রক্রিয়া শুরুর কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এছাড়া দুর্নীতির কোনো খবর পেলে তা সঙ্গে সঙ্গে নাজাহাকে জানানোর আহ্বান জানানো হয়েছে

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram