২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে মেহেরপুর যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১৭, ২০২০
28
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর জেলা যুবলীগের আয়ােজনে ১৭ই আগষ্ট সারাদেশে সিরিজ বােমা হামলা দিবস উপলক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সােমবার বিকালে পৌরসভার হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

এসময় জেলা যুবলীগের আহ্বায়ক রিটন বলেন, ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বােমা হামলার মাধ্যমে উগ্র মৌলবাদী গােষ্ঠী এদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানানার ষড়যন্ত্র করেছিল। বর্তমান সময়ে এখনো একটি কুচক্রী মহল আওয়ামী লীগের প্রগতিশীল উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বর্তমান দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বাধা-বিপত্তি অতিক্রম করে ডিজিটাল বাংলাদেশ গড়ার নিমিত্তে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।

এসময় পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, শাকিল রাব্বি ইভান, সাবেক ছাত্রনেতা হিলন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আমানুর রহমান সোহেল, মেজবাহউদ্দিন, মহাবুব হক ডালিম, সাইদুর রহমান, শেখ সারাফাত, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ,২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় সারাদেশে ১৫৯টি মামলার মধ্যে ৯৪টি মামলার বিচার সম্পন্ন হয়েছে।

এসব মামলায় ৩৩৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এখন ৫৫টি মামলা বিচারের অপেক্ষায় রয়েছে। যার আসামি সংখ্যা হচ্ছে ৩৮৬ জন। এই সিরিজ বোমা হামলার রায় প্রদান করা মামলাগুলোর ৩৪৯ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। আসামিদের মধ্যে ২৭ জনের বিরুদ্ধে ফাঁসির রায় দেয়া হয়। এর মধ্যে ৮ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram