আমার ছেলে মো: হাবিবুর রহমান(১৫)“র সন্ধান চায়। সে সরোজগঞ্জ বোয়ালিয়া হাফেজিয়া মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র। সে বর্তমানে ১৮ পারা কুরআন শরীফ হেফজ করেছে। গত ০৭/১০/২০২২ ভোর সাড়ে ৫টার দিকে কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে চলে গেছে। মাদ্রাসা সুপারের নিকট আমার ছেলে মাদ্রাসা থেকে চলে যাওয়ার বিষয়টি জানতে পেরে আমার সকল আত্মীয় স্বজনদের বাড়িতে খোজ করে সন্ধান পায়নি।
চুয়াডাঙ্গা সদর থানার জিডি নং ৯৩৫, তারিখ ১৯/১০/২২ইং।
তাহার গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, বয়স ১৫, পরনে পাইজামা ও ঘিয়ে রংয়ের গেঞ্জি পরিহিত ছিল। কোন হৃদয়বান ব্যক্তি আমার ভাবির সন্ধান পেলে নিন্ম ঠিকানায় জানানোর জন্য অনুরোধ করছি।
মোহাম্মদ আলী
পারলক্ষিপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
০১৯৪১-৩৫১৮৮৮