২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুর হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন ও জিন এক্সপার্ট মেশিনের কার্যক্রম শুরু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২৬, ২০২০
78
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি। স্বাস্থ্য বিভাগের নতুন সংযোজন জিন এক্সপার্ট মেশিন,যেখানে স্বল্প সময়ে করোনা পরীক্ষা করা যাবে এবং অক্সিজেন সরবরাহের জন্য সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের ভিত্তি প্রস্তর স্থাপন।

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন, বক্ষব্যাধী ক্লিনিক, জিন এক্সপার্ট মেশিনে কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম , কোভিড-১৯ সনাক্তকরনের জন্য স্যাম্পল কালেকশন বুথ এর উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।

শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমবিডিসি ও পরিচালক ডাঃ মোঃ সামিউল ইসলাম, সিভিল সার্জন ডা নাসির উদ্দিন, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা রফিকুল ইসলাম প্রমুখ।


অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, মেহেরপুর সরকারি কলেজের সাবেক উপাধাক্ষ প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা। এসময় সরকারি ও বেসরকারি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram