মেহেরপুর প্রতিনিধি ॥ বেড়ে চলেছে সড়ক দূর্ঘটনা মেহেরপুরে। সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে সড়ক দুর্ঘটনায় রোকেয়া খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালের দিকে মদনাডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। রোকেয়া খাতুন নতুন মদনাডাঙ্গা গ্রামের মরহুম মেছের আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, মেহেরপুর-কুষ্টিয়া সড়কে মদনাডাঙ্গা বাজারে চলন্ত পিকআপের ধাক্কায় রোকেয়া খাতুনের মৃত্যু হয়। সকাল ৬ টার দিকে নিয়মিত ব্যায়ামের উদ্দেশ্যে হাটতে বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশদিয়ে হাটছিলেন বৃদ্ধ রোকেয়া খাতুন।
কিছুক্ষণ পর কুষ্টিয়ার দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ তাকে পিছনথেকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয় রোকেয়া খাতুন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘটনার পর সেখানে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।