মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর-মুজিবনগর সড়কের দারিয়াপুর বাজারে আলমসাধু ও যাত্রীবাহী ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ৬ আহত হয়েছে।
আহতদের মধ্যে নাহিদ, শিরিনা, হালিমা, হীরা ও পরশকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে দারিয়াপুর কালিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত নাহিদ মেহেরপুর সদর উপজেলার পাটকেল পোতা গ্রামের আব্দুল মজিদের ছেলে, শিরিনা খাতুন চুয়াডাঙ্গার কুলপালা গ্রামের রকিবুল হাসানের স্ত্রী, হালিমা খাতুন সদর উপজেলার রাজনগর গ্রামের আবু বক্কর এর স্ত্রী, হিরা খাতুন একই গ্রামের মিলন এর স্ত্রী এবং পরশ হিজুলী গ্রামের খাজা বদরউদ্দিনের ছেলে।
আহতরা ইজিবাইক যোগে মুজিবনগর থেকে ফেরার পথে কালিতলা নামক স্থানে বিপরীতগামি একটি আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ ঘটে।