মেহেরপুর প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর অংশ হিসেবে মেহেরপুর কালেক্টরেট প্রাঙ্গণে চারা রোপণ করলেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান। প্রধানমন্ত্রীর নির্দেশীত অনুযায়ী দেশব্যাপী-গাছ লাগাও পরিবেশ বাচাও এই স্লোগানে বৃক্ষরোপণ এবং পরবিশে সংরক্ষণে দেশটিকে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে বৃক্ষরোপন একটি মহৎ কাজ হাতে নিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন এলাকায় গাছের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহিনসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিকবৃন্দরা।