মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর শহরের কাশারি বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের মরাদেহ কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যু বরন করেন।
শুক্রবার সকাল ১০ টার দিকে পৌর কমিউিনিটি সেন্টারের সামনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলমের নেতৃত্বে এনামুল হকের মরাদেহ কে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান শেষে সেখানেই তার জানাযা নামাজা অনুষ্ঠিত হয়।
জানাযা অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেক, সাবেক ডেপুটি জেলা কমান্ডার আলতাফ হোসেন, সাবেক উপজেলা কমান্ডার সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিরজুল ইসলাম, বেলাল হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।পরে জানাজা শেষে মেহেরপুর শহরের পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।