মেহেরপুর প্রতিনিধি \ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার আহসান হাবিব। বৃহস্পতিবার সন্ধায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে সে অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য ঢাকায় যান। আজ তিনি মারা যান। আহসান হাবিবের মরদেহ নিজ এলাকা সাতক্ষীরায় নিয়ে আসার প্রস্তুতি চলছে।
মেহেরপুর জেলা পুলিশ পরিবারে শোকের ছায়া বয়ছে।