মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে দক্ষ ধাত্রী দ্বারা নিরাপদ প্রসব বাড়ানোর জন্য ধাত্রীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক এবং থ্যালাসিমিয়া নিরাপদ রক্ত সঞ্চালন, আর্সেনিকোসিস, নিরাপদ খাদ্য ও তামাক নিয়ন্ত্রণ বিষয়ে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা প্রশাসন উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, লতিফুন্নেছা লতা, উপজেলা কৃষি অফিসার নাসরিন আক্তার প্রমূখ।