আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নওদাবন্ডবিল গ্রামের শাহিনকে আটক করেছে। ১২ জুন সোমবার বিকালে পৌর এলাকার চারতলার মোড়ের আর্শীবাদ জুয়ের্লাসের সামনে থেকে তাকে আটক করা হয়।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রামের ওহিদুল ইসলামের ছেলে শাহিন (২৪) দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল বিক্রয় করে। সোমবার বিকালে আলমডাঙ্গা থানার এসআই জমির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহিন পালানোর চেষ্টা করে।
এসময় পুলিশ তাকে আটক করে। আটকের পর তাকে তল্লাশি করে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েরছ।