চুয়াডাঙ্গার পুলিশ সুপারের নির্দেশনায় ঘটনার ১০ ঘন্টার মধ্যে অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গতকাল ৭ আগস্ট মেহেরপুর থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ তার অভিভাবকের নিকট হস্তান্তর করেছে।
জানা গেছে, আলমডাঙ্গা বাবুপাড়ার মোশারেফ হোসেনের কিশোরিকন্যা সারাহ খাতুন নিতু (১৬) প্রাইভেট পড়তে গিয়ে অপহৃত হয়েছেন দাবি করে গত ৬ আগস্ট রাতে আলমডাঙ্গা থানায় জিডি করা হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বিষয়টির তদন্তভার অর্পন করেন এসআই সুব্রত বিশ্বাসকে।
পরে পুলিশ সুপার জাহিদুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনায় ৭ আগস্ট শুক্রবার বেলা ২টায় মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার বাগানবাড়ী হতে অপহৃত কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে বিধি মোতাবেক উদ্ধারকৃত কিশোরীকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।