২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের বিশিষ্ট শিল্পপতিদের সন্মানে মোল্লা গ্রুপের ইফতার মাহফিল

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ২, ২০২৪
138
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

স্টাফ রিপোর্টার: দেশের শিল্পপতিদের সন্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে মোল্লা গ্রুপ। ৩১ মার্চ রাজধানী ঢাকার  ফারস হোটেল এন্ড রিসোর্টে ওই স্পেশাল ইফতার মাহফিলের আয়োজন করেন মোল্লা গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই'র পরিচালক  বিশিষ্ট ব্যবসায়ী সহিদুল হক মোল্লা শিপলেন সিআইপি। তিনি চুয়াডাঙ্গা -আলমডাঙ্গার সন্তান। 

এ সময় তিনি বলেন, সমাজে যারা বিত্তবান, তাদের সমাজের, দেশের প্রতি দায়িত্ব রয়েছে। তাই সক্ষম ব্যক্তিদের জনসেবাই এগিয়ে আসতে হবে। সমাজের বৃহত্তম জনগোষ্ঠীকে পেছনে রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে শত চ্যালেঞ্জের মাঝেও দেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং ২০৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ আরও সুদৃঢ় এবং মজবুত করার ব্যাপারে ব্যবসায়ীদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মাহফিলে অংশ নেওয়ায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন, শত ব্যস্ততা উপেক্ষা করে, ঈদের আগে প্রচন্ড যানজটের বিড়ম্বনা সহ্য করে আমার নিমন্ত্রণ রক্ষা করতে সবাই উপস্থিত হয়েছেন। সেজন্য আপনাদের নিকট আমার কৃতজ্ঞতার অন্ত নেই। চির কৃতজ্ঞতার পাশে আমাকে বেঁধে ফেলেছেন। আমি অতীতে আপনাদের সাথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আপনাদের যে কোন সমস্যা এফবিসিসিআই'র মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরে তা সমাধানের আপ্রাণ চেষ্টা করবো।

আপনাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি কামনা ও পারিবারিক শান্তি কামনা করছি। আপনারাও আমার জন্য দু আ করবেন।

ওই ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই 'র সভাপতি মাহাবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি আমিন হেলালী, সহসভাপতি ডায়মন্ড ওয়াল্ডের স্বত্বাধিকারী চুয়াডাঙ্গার সন্তান দিলিপ কুমার আগরওয়ালা,  এফবিসিসিআই'র সহ-সভাপতি, এফবিসিসিআই 'র সম্মানিত বোর্ড অব ডিরেক্টরস, এফবিসিসিআই 'র সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী ও এফবিসিসিআই 'র  জিবি মেম্বারস৷ মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি'র  চেয়ারম্যান মোঃ নবীউল্লাহ নবী, 

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি'র পরিচালক এম নাছির উদ্দিন, নবাবপুর দোকান মালিক সমিতির ও বামমা'র সভাপতি জনাব খন্দকার মাঈনুর রহমান জুয়েলসহ সারা দেশের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সম্মানিত অতিথিবৃন্দ ৷

ইফতার মাহফিলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন আগত অতিথিরা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram