২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দূর্বৃত্তদের হাতে নিহত আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা আল ইমরানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১৯, ২০২২
22
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় দূর্বৃত্তদের হাতে নিহত পৌর স্বেচ্ছাসবকলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর সোমবার বাদ মাগরিব থানাপাড়া কমিউনিটি সেন্টারে পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিলন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহব্বায়ক মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাত, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম টুকুল, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল হালিম ভুলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুর রাজ্জাক, আলমডাঙ্গা উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসাইন।

আলমডাঙ্গা পৌর সেচ্ছাসেবকলীগের সহসভাপতি আলম হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি সম্পাদকের মধ্যে এনামুল হক, রাজু আহম্মেদ, রহিদুল ইসলাম, জসিম উদ্দিন জসি, লতিফ বিশ্বাস, রাসেল, লিটন মোল্লা, সেচ্ছাসেবকলীগ নেতা নজরুল ইসলাম, রহমত আলী প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ সজিব। আলোচনা সভায় বক্তরা বলেন, আল ইমরানের সকল হত্যাকারিদের অতিদ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।


প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আল ইমরান (২৫) কে ষ্টেশন সংলগ্ন গোবিন্দপুর মাঠপাড়ার বাইপাস সড়কের ব্যাংকার ফখরুল ইসলামের বাড়ির সামনে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। মাসুদ রানা ও সাকিব মিলে আল ইমরানকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে । পরে স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে দ্রæত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ হত্যা কান্ডের ঘটনায় আল ইমরানের পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় কাউন্সিলর বাবুসহ ৬জনকে আসামী করে মামলা দায়ের করেছে। হত্যা মামলার প্রধান আসামী মাসুদ রানাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram