২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘ ১৫ বছরের চাচা-ভাতিজার দ্বন্দ্ব নিরাসন করলেন মানবিক পুলিশ সুপার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৯, ২০২০
51
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

শরিফুল ইসলাম রোকন: বাড়ির জমি নিয়ে চাচা-ভাতিজার দীর্ঘ ১৫ বছরের দ্বন্দ্ব নিরাসন করলেন চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম। আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া গ্রামের চাচা-ভাতিজা বাড়ির জমি নিয়ে দীর্ঘধরে দ্বন্দ্ব চলে আসছিল।

জানা গেছে, উপজেলার কায়েতপাড়া গ্রামের মুত তোরাপ আলীর ছেলে শহিদুল ইসলামের সাথে মৃত গোলাপ আলীর ছেলে চাচা মকছেদ ও ইনতাজ আলীর বাড়ির ১৯ শতক জমি নিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বেশ কয়েকবার এলাকার মন্ডল মাতব্বর ও থানা পুলিশ মিমাংশার চেষ্টা করেও কোন ফল আসেনি। প্রায় ১ দেড় মাস আগে মকছেদ ও ইনতাজর গ্রুপ ওই জমিতে পাকা ঘর তুলতে যায়। ঘর তুলতে শহিদুল বাধা দেয়।

শহিদুলের বাধা অপেক্ষা করে মকছেদ ও ইনতাজ গ্রুপ ঘর তুলতে গেলে শহিদুল চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলামের অফিসের গিয়ে সমস্ত ঘটনা খুলে বলেন। শহিদুলের নিকট সব শুলে মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম একটি অভিযোগ দিতে বলেন। পরে শহিদুলের অভিযোগটি আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন স্বপন কুমার দাসের নিকট দিয়ে ব্যবস্থা নিয়ে বলেন। গত ১৮ জুলাই পুলিশ পরিদর্শক স্বপন কুমার দাস কায়েতপাড়া গ্রামে গিয়ে উভয়পক্ষকে ডেকে জমি মাপযোগ করেন। মাপযোগ শেষে দুপক্ষকে নিয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে ১৫ বছরের জমি নিয়ে দ্বন্দ্বের অবসান ঘটান। পরে উভয়পক্ষ ওই জমি নিয়ে আর কখনো দ্বন্দ্বে লিপ্ত হবে না মর্মে অঙ্গিকার করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram