২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডাউকি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন পেতে মাঠে নেমেছে ৫ চেয়ারম্যান প্রার্থী

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১৭, ২০২০
45
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 
ডাউকি উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশি ৫ চেয়ারম্যান প্রার্থী

  আলমডাঙ্গা ডাউকি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী বাছাই সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বিকালে ইউনিয়ন পরিষদের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন।

সভায় ডাউকি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন পেতে মাঠে নেমেছে ৫ জন। ৫জনই উপজেলা আওয়ামীলীগের নেতাদের নিকট মনোনয়ন পেতে আবেদন পত্র জমা দিয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাহী সদস্য বাদেমাজু গ্রামের  আতিয়ার রহমান,  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি , বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক  শাফায়েত-উল-ইসলাম মিয়ার ছেলে নুরুল ইসলাম দীপু, মাধবপুর গ্রামের বিশিষ্ঠ ঠিকাদার ব্যবসায়ী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ব্যবসায়ী ইউনুচ আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাউকি গ্রামের তরুন সমাজ সেবক নাজমুল হুসাইন।

উল্লেখ্য মনোনয়ন প্রত্যাশি ৫ জনের নামই জেলায় পাঠানো হবে। জেলা থেকে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ৫ জনের মধ্যে বাছাই করে ৩ জনের নাম কেন্দ্রে পাঠাবেন।

 সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি রোকনুজ্জামান, জিল্লুর রহমান, ওয়াজেদ আলী, আক্কাচ আলী, ছয়ফাল মোল্লা, আতাহার আলী, দেলওয়ার মন্ডল, যুগ্ম সম্পাদক আব্দুল খালেক, ইউনুৃচ আলী, সাংগঠনিক  সম্পাদক শরিফুল ইসলাম, নাজমুল হুসাঈন, প্রচার সম্পাদক আবুল ফজল খান, সহপ্রচার সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, আব্দুল মান্নান, আইন বিষয়ক আব্দুল মজিদ, তথ্য ও গবেষনা ফরিদ মালিথা, কৃষি বিষয়ক শাহাদৎ হোসেন, ত্রান বিষয়ক সিরাজুল ইসলাম, ধমৃ বিষয়ক আতিয়ার রহমান, বন ও পরিবেশ বিষয়ক মসলেম উদ্দিন, আওয়ামীলীগ নেতা রিপন, রিতা রানী দাস, লাল চাঁদ, শহিদুল ইসলাম, মোজাম্মেল হক, লালন আলী, রেজাউল হক, ডা. ছানোয়ার হোসেন, শহিদুল মন্ডল, সহ ইউনিয়ন আওয়ামীলীগের সকল সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদক ও সদস্যরা ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram