ঝিনাইদহ জাহিদুর রহমান তারিকঃ ঝিনাইদহে মৃত ও অবসরপ্রাপ্ত পরিবহণ শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তা প্রদাণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ১৩ জন মৃত ও ২ জন অবসরপ্রাপ্ত পরিবহণ শ্রমিকদের পরিবারের মাঝে এককালীন ৬ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।