ঝিনাইদহে নতুন করে আর ও ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১২৮ জনে। ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও করোনা সেলের মুখপাত্র প্রসেনজিৎ বিশ্বাস পার্থ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, রবিবার কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ১২৮ টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ৫৩টির করোনা পজেটিভ।
এরা হলেন সদর উপজেলার ৩৯ জন, কালীগঞ্জের সাতজন, শৈলকুপার তিনজন, কোটচাদপুরের একজন এবং মহেশপুরের তিনজন।
প্রসেনজিৎ বিশ্বাস পার্থ আরও জানান, জেলায় করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৪১ জন। আর মৃত্যু হয়েছে ১৮ জনের।