জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় আলমডাঙ্গা সরকারি কলেজের ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। ২২ জুন বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক ও মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার ইমরুল হক সকলের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
জানাগেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ কলেজ পর্যায়ে অংশগ্রহণ করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনয়েম। শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন একই কলেজের বিভাগীয় প্রধান ড. মহবুব আলম। শ্রেষ্ঠ রোভার শিক্ষক হয়েছেন ওই কলেজের প্রভাষক মাকসুদুর রহমান। শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছেন একই কলেজের নানজিবা রাইসা সিনথিয়া। শ্রেষ্ঠ রোভার হয়েছেন ওই কলেজের শিক্ষার্থী রুদ্র।
এছাড়া, বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে কলেজের ১০ জন শিক্ষার্থী শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।