এ.কে আজাদ সানিঃ কুষ্টিয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী গোস্বামী দূর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালিত হয়েছে ।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান জাহিদ (পিয়াস) এর সভাপতিত্বে ১৫ আগষ্ট সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে শোক দিবসের আনুষ্ঠানিক কর্মসূচীর সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক ৷
বিদ্যালয়ের হলরুমে শারিরিক দুরত্ব বজায় রেখে আলোচনা অনুষ্ঠানে সিরাজুল হক তার বক্তব্যে বলেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাঙ্গালী জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা- তিনিই বাঙ্গালী জাতিকে এনে দিয়েছেন স্বাধীনতা ও আন্তর্জাতিক স্বীকৃতি ।
আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্বপ্ন, আদর্শ ও নির্দেশনা আজও আমাদের সঠিক পথ দেখায় । আর তাঁর দেখানো পথ ধরেই তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলেছেন। ইনশাল্লাহ প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলবো ।’
এ সময় উপস্থিত ছিলেন পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মিজানুর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরজু আহমেদ, সদস্য শামসুল আলম মিলন, সদস্য ডাঃ এসেম আলী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডি এম আরজিন, আখতার হোসেন, আবু জাফর (লিটন), হাফিজুর রহমান, মানিক মিয়া প্রমূখ ৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ ।
অনুষ্ঠানের শেষ পর্বে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ধর্ম) মাওঃ মনিরুজ্জামান ৷