ক্রেতা-বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করলেন আলমডাঙ্গা পৌর পশুহাটের মালিক হাসানুজ্জামান হাসান হান্নান। ২২ জুলাই আলমডাঙ্গা পৌর পশুহাটে গরু ক্রয়-বিক্রয় করতে যাওয়া শ শ ব্যক্তিদের মাঝে তিনি মাস্ক বিতরণ করেন।
জানা যায়, আলমডাঙ্গা পৌর পশুহাটের জমি রেলওয়ে সম্প্রতি অন্যত্র লীজ প্রদান করে। এ সংক্রান্ত জটিলতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কর্তৃক গত ১৫ জুলাই গভীর রাতে দেশের এ বৃহত্তম পশুহাটটি বসার ব্যাপারে ১৪৪ ধারা জারি করা হয়। ফলে এলাকার খামারিদের মাঝে চরম হতাশা নেমে আসে। গত ২১ জুলাই ১৪৪ প্রত্যাহার করা হলে গতকাল আবার আলমডাঙ্গা পৌর পশুহাট বসে। দেশের বিভিন্ন এলাকার কয়েক হাজার ক্রেতা-বিক্রেতা পশুহাটটিতে গরু বেচাকেনা করতে আসেন। তাদের অধিকাংশের মুখেই মাস্ক ছিল না।
এমতাবস্থায়, হাটমালিক হাসানুজ্জামান হান্নানের নেতৃত্বে কয়েক হাজার ক্রেতাবিক্রেতার মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতেও নির্দেশনা দেওয়া হয়। মাস্ক বিতারন কালে উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা আবু তাহের প্রমুখ।