বিজ্ঞাপন
English
কোনো খবর পাওয়া যায়নি
সবগুলো খবর দেখুন
মঙ্গলবার,     ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
Samprotikee
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বৃহত্তর কুষ্টিয়া
  • আঞ্চলিক
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • ভিডিও
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বৃহত্তর কুষ্টিয়া
  • আঞ্চলিক
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • ভিডিও
কোনো খবর পাওয়া যায়নি
সবগুলো খবর দেখুন
Samprotikee
বিজ্ঞাপন

কেরু চিনিকলের জমি লিজ দিয়ে আখ চাষের পরিকল্পনা

3 years আগে
বিভাগ: অর্থনীতি, চুয়াডাঙ্গা
কেরু চিনিকলের জমি লিজ দিয়ে  আখ চাষের পরিকল্পনা
2
বার শেয়ার
75
বার পঠিত
ফেসবুকটুইটারলিংকইন্ডইমেইল
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলটিতে চিনি উৎপাদন করে প্রতিষ্ঠন কোন ভাবেই লাভবান হতে পারেছে না। কি কারণে লোকশান হচ্ছে তা এখন দৃশ্যমান। সেখান থেকে বেরিয়ে আসতে চিনিকল কর্তৃপক্ষ বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

এই চিনিকলটির আওতায় প্রায় ৩ হাজার ৪শ একর জমি আছে। আখ উৎপাদনের জন্য চিনিকলের রয়েছে নিজেস্ব ৯টি কৃষি খামার ও ১টি বীজ উৎপাদন খামার। 

আলমডাঙ্গা থানা পুলিশের আয়োজনে ক্বিরাত, হামদ/না’ত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার

প্রতি মৌসুমে চিনিকল কর্তৃপক্ষ ১৫শ থেকে ১৮শ একর জমিতে আখ চাষ করেন। আখ উৎপাদন করতে গিয়ে প্রতিবছরই কর্তৃপক্ষর লোকশান হচ্ছেন। বাকি জমি চাষ বিহীন পড়ে থাকে। 

বিজ্ঞাপন

প্রতিষ্ঠনটিকে আরও লাভবান করতে কর্তৃপক্ষ বাধ্যতামূলোক আখ লাগানোর শর্তে ৮টি কৃষি খামারের ১৮শ বিঘা জমি লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছেন।  জমি লিজ দিয়ে বাড়তি কোটি টাকা আয়ের সম্ভবনা আছে বলে কর্তৃপক্ষ মনে করছেন।

১৯৩৮ সালে চুয়াডাঙ্গার দর্শনায় গড়ে ওঠে কেরু চিনিকলটি। বাংলাদেশের শিল্প স্থাপনাগুলোর মধ্যে কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিঃ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠনের প্রধান কাঁচামাল হল আখ। যা চিনিকল কর্তৃপক্ষ এবং চাষিরা উৎপাদন করেন। আর উৎপাদিত আখ চিনিকলে সরবরাহ করা হয়।

এরই ধারাবাহিকতায় গত মৌসুমে চিনিকলের আওতায় ৭ হাজার ৩৭৫ একর আখ ছিলো । চলতি মৌসুমে ৮ হাজার ৫৩২ একর জমিতে আখ চাষ হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ১ হাজার ১৫৭ একর আখ চাষ বেশি হয়েছে।  

এ প্রতিষ্ঠানের আওতায় মোট ৩ হাজার ৩৩৫ দশমিক ৫৬ একর পরিমান খামার রয়েছে। (হিজলগাড়ি, বেগমপুর, ফুরশেদপুর, ঝাঝরি, আড়িয়া, ফুলবাড়ি, ছয়ঘরিয়া, ঘোলদাড়ী ও ডিহি) এ ৯টি কৃষি খামারে চাষযোগ্য জমির পরিমান ৩ হাজার ৫৫ দশমিক ৮৪ একর। 

এছাড়াও আকন্দবাড়ীয়া পরীক্ষামূক বীজ উৎপাদন খামারে রয়েছে ২৭৯ দশমিক ৭২ একর। প্রতি মৌসুমে চিনিকল কর্তৃপক্ষ ১৫ থেকে ১৮ একর জমিতে আখ রোপন করলেও বাকি জমি আবাদ না করে ফেলে রাখা হয়। এসব জমির কিছু অংশে কয়েক বছর ধরে কর্তৃপক্ষ খণ্ডকালীন সময় সবজিসহ ডাল চাষ করে থাকে।

দীর্ঘ ৮২ বছরের মধ্যে এবারই প্রথম ৮টি কৃষি খামারের জমি লিজ দিয়ে আখ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। 

বর্তমান ব্যবস্থাপনা পরিচালক যোগদানের পর লোকশানমুখী প্রতিষ্ঠনটিকে লাভজনক করতেই নানামুখী এ উদ্যোগ গ্রহণ করেছেন বলে মনে করেন সাধারণ শ্রমিক কর্মচারীরা ।

আর এ কৃষি খামারের ১৮শ বিঘা জমি আখ চাষের জন মিলের মৌসুমী ও স্থায়ী শ্রমিক/কর্মচারী এবং কর্মকর্তাদের মাঝে লিজ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যেখানে আখ চাষ বাধ্যতামূলক করা হয়েছে।

কেউ ৬ একরের বেশি জমি নিতে পারবে না। এর মধ্যে ঘোলদাড়ি কৃষি খামার বাদে ফুরশেদপুরে ৮৩ একর, বেগমপুরে ১শ একর, ঝাঝরি ৭৭ একর, আড়িয়ায় ১১০ একর, হিজলগাড়িতে ৫০ একর, ডিহিতে ১২৫ একর, ফুলবাড়ি ১০ একর এবং ছয়ঘরিয়ায় ৪৫ একর জমি। 

যেখানে লিজের মেয়াদ ধরা হয়েছে ১ সেপ্টম্বর ২০২০ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ সাল পর্যন্ত। এ লিজে কানামনা/চুক্তিভিত্তিক বা দৈনিক হাজিরায় নিয়োজিত কোন শ্রমিক বা কর্মচারী অংশ গ্রহণ করতে পারবে না।

শুধু তাই নয় আখ চাষের সাথে সাথী ফসল হিসাবে কোন অবস্থাতেই মিষ্টি কুমড়া, তরমুজ, ভুট্রা, তামাক, কলা অথবা পেঁপের চাষ করতে পারবে না।

প্রশ্ন উঠেছে, চিনিকল কর্তৃপক্ষের ১৭ প্রকার শর্তমেনে অর্থ বিনিয়োগ কেউ করবে কি? যেখানে পাবলিকের জমি বার্ষিক ৮ থেকে ১০ হাজার টাকায় লিজ পাওয়া যাচ্ছে। লিজ গ্রহীতা তার ইচ্ছেমতো যে কোন ফসল আবাদ করার সুযোগ পাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে চিনিকলের কয়েকজন স্থায়ী শ্রমিক বলেন, চিনিকল কর্তৃপক্ষ তাদের নিজস্ব জমিতে আখ চাষ করে থাকে। যার কারণে জমি সমতল নয়। এখন শ্রমিকরা খণ্ড খণ্ড জমি লিজ নিয়ে সেই জমি সমতল করে চাষ উপযোগী করতে হলে প্রচুর জনবল এবং চাষ বাবদ খরচ হবে। প্রতিষ্ঠনের স্বার্থে উদ্যোগ ভালো তবে বাস্তবায়ন কঠিন হবে।

কয়েকজন আখ শ্রমিক বলেন, পাবলিকের এক একর জমি লিজ নিতে কম পক্ষে ৩০ হাজার টাকা লাগবে। তাও আবার ১২ মাসের জন্য। সেখানে ১৮ মাসের জন্য চিনিকলের জমি পাওয়া যাচ্ছে। সেই সাথে সাথী ফসল করার সুযোগ পাওয়া যাচ্ছে। প্রাকৃতিক কারণে অন্যন্য ফসল ঘরে নাও উঠতে পারে, আখের ক্ষেত্রে তেমনটা হবার চান্স খুবই কম।

আখ চাষি জমির, তালেব, শুকুর আলী, জহির, ছানোয়ার, শহিদুল, সবুর, তাইজেল বলেন, সঠিক পরিচর্জা করে যদি আখ চাষ করা যায় একর প্রতি ২০ থেকে ২৫ টন আখ করা সম্ভব। যার মূল্য দাড়াবে ৮০ থেকে ৯০ হাজার টাকা। বর্তমানে কেরুজ চিনিকলে আখের টাকা পেতে বোগান্তি পোহাতে হয় না চাষিদের।

আখচাষি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল বারি বিশ্বাস বলেন, চিনিকল কর্তৃপক্ষ লাভজনক সিদ্ধান্ত নিয়েছে। একদিকে জমি লিজের টাকা অন্যদিকে আখ নিয়ে কোন টেনশণ পোহাতে হবে না। শুধু চিনকলই লাভবান হবে না যারা আখ লাগাবে তারাও লাভবান হবে। 

এ ব্যাপারে উপ-ব্যবস্থাপক (মিলস ফার্ম) হুমায়ুন কবির বলেন, প্রতিষ্ঠনের স্বার্থে আমাদের আখ চাষ করা দরকার। সেই সাথে জমি লীজ হলে প্রতিষ্ঠন পাবে অর্থ কমে আসবে ফার্মের লোকসান, উৎপাদন হবে আখ। এখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই হবে লাভবান।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ বলেন, ঐতিহ্যবাহী এ চিনিকলটি এলাকার একমাত্র অর্থনৈতিক চালিকাশক্তি। এর সাথে জড়িত আছে অনেকের রুটিরুজি। প্রতিষ্ঠনটিকে লাভের জায়গায় নিয়ে যেতে অনেক কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ফার্মের লোকশান কমাতে এরই মধ্যে দিন হাজিরার পাহারাদার ছাটাই করা হয়েছে। তাতে করে বার্ষিক ২ কোটি টাকার মত সাশ্রয় হবে। ৬শ একর জমি লিজ দিতে পারলে সেখানেও প্রায় ১ কোটি টাকা বাড়তি আয় হবে। রাষ্টায়াত্ব এ চিনকলটিকে বাঁচিয়ে রাখতে এলাকাবাসীকেই এগিয়ে আসতে হবে। সইে সাথে প্রতিষ্ঠনের কেউ ক্ষতিসাধন করার চেষ্টা করলে তাকে এতটুকু ছাড় দেয়া হবে না।

বিষয়: কেরুচিনিকিলচুয়াডাঙ্গাদর্শনা

সাম্প্রতিক সংবাদ

আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার

আলমডাঙ্গা থানা পুলিশের আয়োজনে ক্বিরাত, হামদ/না’ত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত

6 hours আগে
আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার

আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার

6 hours আগে
আলমডাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ পালন

আলমডাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ পালন

1 day আগে

আলমডাঙ্গায় এক মিনিট প্রতীকী ‘ব্ল্যাকআউট

2 days আগে

৭ দিনে সর্বাধিক পঠিত

  • চুয়াডাঙ্গা জেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত জেলা ঘোষনা করায় আলমডাঙ্গায়  ছাত্রলীগের  আনন্দ মিছিল

    চুয়াডাঙ্গা জেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত জেলা ঘোষনা করায় আলমডাঙ্গায় ছাত্রলীগের আনন্দ মিছিল

    4 শেয়ার
    শেয়ার 2 Tweet 1
  • আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

    0 শেয়ার
    শেয়ার 1 Tweet 1
  • আলমডাঙ্গায় ভাইয়ের সাথে জোর করে একই মা‌য়ের পে‌টের বোনকে বিয়ে : মা ও ছেলে আটক

    19 শেয়ার
    শেয়ার 8 Tweet 5
  • আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হতে চলেছে? ক্ষুদ্ধ এলাকাবাসী

    11 শেয়ার
    শেয়ার 4 Tweet 3
  • ডেনিশ দম্পতির সাড়া জাগানো গ্রন্থ “ঝগড়াপুর”: প্রসঙ্গকথা

    48 শেয়ার
    শেয়ার 19 Tweet 12
বিজ্ঞাপন

Samprotikee the most popular online news portal of Khulna Division including Greater Kushtia District.
উত্তরা, ঢাকা, বাংলাদেশ।

প্রকাশক ও সম্পাদক: রহমান মুকুল
rmuqul@gmail.com

নিউজরুম

+৮৮০ ১৭৪ ৪৬৮ ২৬৫১
+৮৮০ ১৭৪ ০০৪ ০৩৩৫
+৮৮০ ১৭৩ ৯৩৪ ৭৮৫৩
samprotikee@gmail.com

মার্কেটিং ও সেলস

+৮৮০ ১৭৪ ৪৬৮ ২৬৫১
arforayeji@gmail.com

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © সাম্প্রতিকী ২০১২-২০২০

Design by OneHost BD

কোনো খবর পাওয়া যায়নি
সবগুলো খবর দেখুন
  • বাংলাদেশ
  • বৃহত্তর কুষ্টিয়া
  • আঞ্চলিক
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • প্রবাস জীবন
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • শিক্ষা
  • মতামত
  • ভিডিও
  • ছবি
  • ধর্ম
  • চাকরি
  • কনভার্টার