২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ১৯৬ স্যাম্পুলের বিপরীতে ৭৪ঃ চুয়াডাঙ্গায় ৯০ স্যাম্পলের বিপরীতে ৩০ আক্রান্ত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ৪, ২০২০
50
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

সাম্প্রতিকী ডেস্কঃ কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ০৪ আগস্ট ২০২০ মোট ৩১২ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৯৬, চুয়াডাঙ্গা ৯০ ও মেহেরপুর ২৬) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ৪৫ জন, কুমারখালী উপজেলার ১৭ জন, দৌলতপুর উপজেলার ৪ জন ও মিরপুর উপজেলার ৮ জনসহ মোট কুষ্টিয়ায় মোট ৭৪ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলার ৩০ জন ও মেহেরপুর জেলার ১১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুমারখলী উপজেলার ১ জন, চুয়াডাঙ্গা জেলার ৫ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৪৫ জনের ঠিকানাঃ কুষ্টিয়া সদর ২ জন, হাউজিং ডি ব্লক ৮ জন, আমলা
পাড়া ১ জন, আড়ুয়াপাড়া ২ জন,কালিশংকরপুর ১ জন, দিশালীপাড়া ১ জন, সদর ডাচ বাংলা ব্যাংক ১ জন, কাজী নগর ১ জন, গোস্বামী দুর্গাপুর ১ জন, পিটিআই ৩ জন, কোর্ট পাড়া ২ জন, হাউজিং নিশান মোড় ১ জন, গোরস্থান পাড়া ১ জন, সনোটায়ার ১ জন, হাউজিং কদমতলা ৪ জন, গজনবীপুর ২ জন, হাউজিং সি ব্লক ২ জন, ৪৮-এনএস রোড ১ জন, এসপি হাউজ-বড় আইলচড়া ২ জন, হাউজিং (ই-৫২) ৪ জন, নতুন কোর্ট পাড়া ১ জন, কমলাপুর ২ জন ও ৬৬-পশ্চিম মজমপুর-দাদাপুর ১ জন।


কুমারখালী উপজেলায় আক্রান্ত ১৭ জনের ঠিকানাঃ
কুমারখালী থানা ২ জন, দুর্গাপুর-কুমারখালী পৌর ৪ জন, কুন্ডুপাড়া- পৌর ২ জন, তেবাড়িয়া-পৌর ৩ জন, পুটিয়া-নন্দলালপুর ১ জন, অগ্রণী ব্যাংক -পৌর ১ জন, সারকান্দি-পৌর ১ জন, খয়েরচারা-পৌর ১ জন, কৃষ্ণপুর-পান্টি ১ জন ও চোড়াইখোল-নন্দলালপুর ১ জন।


মিরপুর উপজেলায় আক্রান্ত ৮ জনের ঠিকানাঃ পোড়াদহ ১ জন, কাঠদহ-পোড়াদহ ২ জন, ইউএইচসি ১ জন, গোবিন্দগুনিয়া-ধুবিল ১ জন, হালসা ১ জন, ও কচুবাড়িয়া ২ জন।


দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানাঃ
অগ্রণী ব্যাংক-আল্লার দর্গা ১ জন, মাস্টার পাড়া-দৌলতপুর ১ জন ও জয়রামপুর-হোগলবাড়িয়া ২ জন।

তাছাড়া, চুয়াডাঙ্গায় আজ ৩০ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৭, পুরাতন হাসপাতাল পাড়া ০২, বনানীপাড়া ০১, থানা কাউন্সিল পাড়া ০১, হেলথএ্যাসিটেন্ট ০১, সাদেক আলী মল্লিক পাড়া ০১, সাতগাড়ি ০১, আলুকদিয়া ০১, দৌলতদিয়াড় ০১, বলদিয়া ০১, মাঝেরপাড়া০১, আরামপাড়া ০২, হাসপাতাল রোড ০১, জাফরপুর ০১ ও জেলা নির্বাচন অফিস ০২, আলমডাঙ্গায় ০৮ জন। হারদী ০১, ওসমানপুর ০১, এফডাব্লিভি ০১, মিয়াপাড়া ০১, খেজুরতলা ০২, মুন্সিগঞ্জ ০১ ও গোপালদিয়া ০১ ও দামুড়হুদায় ০৫ জন, পুরাতন বাজার দর্শনা ০১, লোকনাথপুর ০১, থানাপাড়া দামুড়হুদা ০১, হল্টচাঁদপুর ০১ ও কার্পাসডাঙ্গা ০১। এ নিয়ে জেলায় মোট করোনা রুগির সংখ্যা দাঁড়াল ৬৮৮ জন সুস্থ্য ৩৩৮ জন আর মৃত্যু ১১ জন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram