২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় র‌্যাবের হাতে এনএসআই এর দুই ভুয়া সদস্যকে আটক

প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
সেপ্টেম্বর ২০, ২০২০
32
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

কুষ্টিয়ার কোটপাড়া এলাকা থেকে তনুজা ইসলাম (২৭) এবং জাহাঙ্গীর আলম (২৯) নামে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর ভুয়া দুই সদস্যকে আটক করেছেন র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা।

রবিবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১২ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোস্তাফিজুর রহমান।

আটককৃতরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাচের কোল গ্রামের কাজী ইকরামুল হকের স্ত্রী তনুজা ইসলাম এবং সিদ্ধি এলাকার আব্দুল লতিফের ছেলে জাহাঙ্গীর আলম।

তিনি জানান, শনিবার বিকালে গোপন এক সংবাদে শহরের কোটপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব-১২। এসময় তনুজা ইসলাম ও জাহাঙ্গীর আলম নামে দুইজনকে আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এসময় তাদের কাছ থেকে এনএসআই-এর ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় সরকারি কর্মকর্তা ছদ্মবেশ ধারণ করার অপরাধে একটি প্রতারণার মামলা করা হয়েছে। সেই সাথে তাদের কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram