আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় কালিদাসপুর ইউনিয়নের নওদাপাড়া ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন।
এসময় তিনি বলেন, অবহেলিত কালিদাসপুর ইউনিয়নের মানুষের সেবা করার জন্য নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনারের কাছে এসেছি। ২৮ নভেম্বর নৌকা প্রতিককে ভোট দিয়ে আপনদের সেবা করার সুযোগ দিবেন।
পথসভায় প্রধান বক্তা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোল্লা কামরুজ্জামান শামীম বলেন, আমরা আর অবহেলিত হতে চাই না। আপনাদের সেবা করার জন্য জয়নাল আবেদীনকে নৌকা প্রতিকে ভোট দিবেন।
পথসভায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রুবেল, উপজেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মহর আলী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক রবিউল হক।
আওয়ামীলীগ নেতা মাসুদ রানার উপস্থাপনায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ওসমান গণি, শাহাজান আলী, মতিয়ার রহমান মোল্লা, লাল্টু মোল্লা, কুদ্দুস মোল্লা, ডা. আব্দুল খালেক, জান্টু বাউল, শামীম রেজা, সাহাদৎ হোসেন, বাবুল মন্ডল, নজরুল ইসলাম, শামীম মহুরী, মোতাইল মন্ডল, খাইরুল, সুমন, রফিকুল, যুবলীগ নেতা আব্দুল হান্নান, নহর আলীসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মি বৃন্দ।