আলমডাঙ্গা পৌর সভার উদ্যোগে ছয় সপ্তাহব্যাপী হাম-রুবলো ক্যাম্পেইন উদ্বোধন করেছেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাসান কাদির গনু। শনিবার সকাল ১০টায় এ টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর প্যানেল মেয়র-১ সদর উদ্দীন ভোলা, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আলাল উদ্দীন আহমেদ, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, কাউন্সিলর আব্দুল গাফ্ফার, মামুন অর রশদি, কাজী আলী আজগর সাচ্চু,টিকাদান কর্মসূচি সুপারভাইজার বিল্লাল হোসেন, টিকাদানকারী লিমন হোসেন, হেলথ ভিজিটর সাজেদা খাতুন প্রমূখ।
এ ক্যাম্পেইন উদ্বোধনকালে পৌর মেয়র বলেন, পৌর সভার প্রতিটি নাগরিকের নাগরিক সুবধিা দেওয়া আমাদের দায়িত্ব। সরকার দেশের প্রতিটি শিশুকে হাম-রুবেলা টিকা দিতে বদ্ধ পরিকর। এই ছয় সপ্তার মধ্যে আপনার শিশুকে টিকা দেবার ব্যবস্থা করবেন। কারণ, আজকের শিশু আগামি দিনের ভবিষ্যত। তাই আগামি দিনের ভবিষ্যত সুরক্ষিত রাখতে এ টিকাদান ক্যাম্পেইন শতভাগ সফল করতে হবে।
একযোগে আলমডাঙ্গার পৌর এলাকার ১০হাজার ১ শত ৪৭ জন শিশুকে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু শুরু হয়েছে। এ টিকাদান কর্মসূচি চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত ৷