
আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে নজরুল বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ জুন ২০২৩ খ্রি. শনিবার বাদ আসর আলোচনা-সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন ইমদাদুল হক, কাজল আহমেদ ও আল মাসুদ আব্দুল্লাহ। কবিতা পাঠ করেন সাব্বির আহমেদ, ইমদাদুল হক, আল মাসুদ আব্দুল্লাহ। সংগীত পরিবেশন করেন মাহদি হাসান ও নাদিউজ্জামান খান রিজভী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুহাইল আহমাদ, ইলিয়াস আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল সাঈদ রাসেল, তামজিদ হাসান আবির, শারজিল হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, বেলায়েত হোসেন বিপু, আবু শুয়াইব শিমুল প্রমুখ।

ছবি: B H Bipu