আলমডাঙ্গা চরশ্রীরামপুর নওদাপাড়া গ্রামে মধ্যবয়সের এক নারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ৩০ মার্চ বেলা সাড়ে ১২টার দিকে তার স্বামী তাকে বাড়িতে না পেয়ে খুঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে দেখতে পায় বাড়ির চিরেকুঠার আড়ার সাথে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের চরশ্রীরামপুর নওদাপাড়ার গ্রামের ছুরাম আলীর স্ত্রী মহিরন নেছা(৫৫) স্বামী-স্ত্রী মিলে বাড়িতে থাকে। দুজনেই বয়স্ক। ১ ছেলে প্রবাসী ও ১ মেয়ে বিবাহিত। ৩০ মার্চ সকালে রান্না ঘরের খুটি লাগানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে স্বামীর উপর অভিমান করে বাড়ির চাদের চিলেকুঠার আড়ার সাথে দড়ি দিয়ে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সন্ধ্যায় গ্রামে মরহুমার লাশ দাফন করা হয়েছে।