গভীর রাতে অগ্নিকান্ডে আলমডাঙ্গার ঘোলদাড়ি বাজারের বিশ্বাস স্টোরের মালামাল পুড়ে গেছে। ২৩ মে রাতে এঘটনা ঘটেছে।
জানা গেছে, গত মঙ্গলবার দিনগত গভীর রাতে ঘোলদাড়ি বাজারের বিশ্বাস স্টোরে আগুন লেগে যায়। আশপাশের মানুষ বিষয়টি জানতে পেরে আগুন নিয়ন্রণের চেষ্টা করে ব্যর্থ হলে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসকে সংবাদ দেন।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক তরুণ বিশ্বাস অগ্নিকান্ডে ৭/৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান।