আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখা ।
১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের অফিসে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সার্জেন্ট (অব) সাইদুর রহমান, প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব) তানজির আলী, সিনিয়র সহসভাপতি সার্জেন্ট (অব) হার্ফিজুর রহমান, সহসভাপতি কর্পোরাল (অব) আব্দুল রাকিব, দপ্তর সম্পাদক সার্জেন্ট (অব) আকমান হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক সার্জেন্ট (অব) সেলিম উদ্দিন, সহসমাজ কল্যাণ সম্পাদক সার্জেন্ট (অব) আজিবর রহমান, ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক সার্জেন্ট (অব) নুরুল ইসলাম প্রমুখ।