আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ আলমডাঙ্গায় প্রায় ৬ লক্ষাধিক টাকার ১২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তাতে অগ্নিসংযোগ করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী ও সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীরের যৌথ ভ্রাম্যমাণ আদালত টিম আজ বিকেলে পশুহাটে অভিযান চালিয়ে ওই অবৈধ কারেন্টজাল জব্দ করেন।
অভিযান পরিচালনাকালে অবৈধ কারেন্টজালের ব্যবসায়িরা পালিয়ে যায়। এ সময় প্রায় জব্দকৃত প্রায় ৬ লাখ টাকা মূল্যের ১২ লাখ মিটার কারেন্টজালে অগ্নিসংযোগ করা হয়েছে।