আলমডাঙ্গার এক্সচেঞ্জ পাড়ার এক শিক্ষকের নির্মাণাধীন বাড়িতে অজ্ঞাত কেউ আগুন ধরিয়ে দিয়েছে। সোমবার গভীর রাতে কে বা কারা দ্বিতল ওই বিল্ডিংয়ের নীচ তলায় থাকা কাঠের গাদায় পেট্রুল ঢেলে আগুন দিলে প্রায় কয়েক লাখ টাকার কাঠ পুড়ে গেছে। আগুনে বিল্ডিংয়ের বেশ কয়েক জায়গায় ফাটল ধরেছে।
জানা গেছে, আলমডাঙ্গার এক্সচেঞ্জ পাড়ার নুর ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন নামের এক শিক্ষক শ্বশুরের কাছ থেকে পাওয়া ফারায়েজের জমিতে দ্বিতল বিল্ডিং নির্মাণ করছেন। দ্বিতলের কাজ সম্পন্নের পর রং করে দু’ এক দিনের মধ্যে ওই বাড়িতে তাদের উঠার কথা ছিল।
এমনই অবস্থায় সোমবার গভীর রাতে কে বা কারা নীচের তলায় আসবাবপত্র ও দরজা-জানালার জন্য রাখা কাঠের গাদায় আগুন ধরিয়ে দেয়। আগুনে দাউ দাউ করে কাঠ পুড়তে থাকলে গভীর রাতে স্থানীয় লোকজন বিল্ডিং মালিক শিক্ষক সাজ্জাদ হোসেনকে ডেকে তোলেন।
তিনি লোকজন ডেকে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেস্ট করেন। এ সময় সাজ্জাদ হোসেনের পা আগুনে ঝলসে যায়। সংবাদ পেয়ে রাতেই ফায়ার সার্ভিসের কর্মিরা দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুন নেভার আগেই সব কাঠ পুড়ে যায়। আগুনের তাপে বিল্ডিংয়ের পলেস্তারা খসে পড়ে।
ক্ষতিগ্রস্ত হয় পানির পাইপ লাইন। উপর তলার কয়েক স্থানে ধরেছে ফাটল। শিক্ষক সাজ্জাদ হোসেন জানান, বাড়ি নির্মাণের সময় থেকেই কয়েক জনের সাথে শত্রুতা চলছিল। তারাই এ ঘটনা ঘটাতে পারে। ফায়ার সার্ভিসৈর কর্মিরা জানিয়েছেন পেট্রুল দিয়ে কাঠের গাদায় আগুন দেবার কারণে দ্রুত আগুন ধরে যায়।