আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই গাঁজা সেবকের জরিমানা করেছেন। ২৮ জুলাই উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নির্বাহী ম্যাজিষ্ট্রেড হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের আলম হোসেনের ছেলে রনি ওরফে পেরেক (৩২) দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রয় ও সেবন করে আসছিল। ২৭ জুলাই ভোর রাতে আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ তাকে আটক করে নিয়ে আসে।
অপর দিকে হাপানিয়া ক্যাম্প পুলিশ হাপানিয়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবন কালে আবু শামার ছেলে আবু সাঈদ (৩২)কে আটক করে।
আটকের পর উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ প্রদান করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রনি ওরফে পেরেটকে ২ হাজার টাকা ও আবু সাঈদকে ৫ হাজার টাকা জরিমানা করেন।