আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অপরাধে নান্দবারের বাদশা ও ইব্রাহিমের জরিমানা করেছেন। শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, উপজেলার নান্দবার গ্রামের আলেক আলীর ছেলে বাদশা(২৫) ও একই গ্রামের ইউনুচ আলীর ছেলে ইব্রাহিম(১৯) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য সেবন করে আসছিল। গতকাল তারা দুজন রুইতনপুর গ্রামের মাঠে গিয়ে গাঁজা সেবন করছিল।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে হাপানিয়া ক্যাম্প ইনচার্জ এসআই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে বাদশা ও ইব্রাহিমকে আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাদশাকে ৭ হাজার ও ইব্রাহিমকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে বাদশা ও ইব্রাহিম জরিমানার টাকা দিয়ে মুক্ত হয়ে বাড়ি যান।