আলমডাঙ্গা ফরিদপুর গ্রামে নঈম হাসান জোয়ার্দ্দার ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা যুবলীগের আহব্বায়ক, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। ১৩ নভেম্বর বিকালে ফরিদপুর গ্রামবাসির আয়োজনে স্কুল মাঠে নঈম হাসান জোয়ার্দ্দার ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, স্বাস্থ্য ঠিক রাখতে হলে নিয়োমিত খেলাধুলা করা উচিত। মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। খেলাধুলার মধ্য দিয়ে আমাদের দেহ মন সুস্থ্য রাখতে হবে। খেলাধুলার পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যেতে হবে। সাকিব, মাশরাফি মত খেলোয়ার হতে হলে নিয়মিত চর্চা করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার উন্নয়নের সরকার। এদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হয়ে যদি অন্য কেউ হতো, তাহলে এদেশে এত উন্নতি হতো না। আওয়ামীলীগ সরকার জ¦ালাও পোড়াও রাজনীতি করে না। সেজন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হলে যুবলীগের সকল সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে যুবলীগ নেতা পল্লি চিকিৎসক রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহব্বায়ক আনোয়ার হোসেন মোনাহার, পৌর যুবলীগের আহব্বায়ক আসাদুল হক ডিটু, যুগ্ম আহব্বায়ক কাউন্সিলর জাহিদুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য মাসুম, উপজেলা যুবলীগের সদস্য নেছার আহমেদ প্রিন্স, শেখ মনিরুল ইসলাম, জাহাঙ্গীর, বুলবুল, ইমাম সহিদুল ইসলাম সাবু, সমাজ সেবক তাইজাল মালিথা, বিশিষ্ঠ ব্যবসায়ী লিটন আলী, জেহালা ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক শিলন, যুগ্ম আহব্বায়ক বকুল।
পৌর যুবলীগের সদস্য আব্দুল্লাহ আল রনির উপস্থাপনায় উপস্থিত ছিলেন শিক্ষক আহসান জোয়ার্দ্দার, রাশিদুল ইসলাম রাজু, আওয়ামীলীগ নেতা আজগর আলী মালিথা, রিকাত আলী মন্ডল, ভিটু মন্ডল, মোস্তাফিজুর রহমান, জালাল উদ্দিন, আজিম জোর্য়্দ্দাার, যুবলীগ নেতা মহাবুল, শামীম, ক্বারিবুল, হামিদুর রহমান, আব্দুল মান্নান, টিপু, রাজিবুল হক, আব্দুল হক, রায়হান প্রমুখ।
গোবিন্দপুর এশিয়ান ক্লাব ও নওদাবন্ডবিল দোয়ারপাড়া অভিনন্দন ক্লাবের উদ্বোধনী খেলায় টচ করেন প্রধান অতিথি নঈম হাসান জোয়ার্দ্দার। টচে জিতে ব্যাট করেন নওদাবন্ডবিল দোয়ারপাড়া অভিনন্দন ক্লাব । খেলায় আম্পিয়ারের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর ও রকি আহমেদ।