২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সানারুল নামের এক কিশোরের মৃত্যু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২৬, ২০২২
52
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সানারুল নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোর সানারুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেসে আলমডাঙ্গা রেল জগন্নাথপুর গেটের নিকট এ দুর্ঘটনা ঘটে।


নিহত সানারুল ইসলাম (১৫) আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামের আব্দুল আলিমের ছেলে ও হোটেল বয়। ২৪ তারিখ শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ডাউন আন্ত:নগর চিত্র এক্সপ্রেসে কিশোর সানারুলের দুই পা ও ডান হাত কাটা পড়ে মৃত্যু হয়েছে।


এলাকাবাসি সুত্রে জানা যায়, ট্রেনে কাটা পড়ে কিশোর সন্ধ্যায় রেল জগন্নাথপুর কাঠালতলার একটি চায়ের দোকানে চা খেয়েছে। সে মাঝে মাঝে গ্রামে বন্ধুদের সাথে নিয়ে চা খেতে আসতো।


ধারণা করা হচ্ছে -- রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে গভীর রাতে রেললাইনের উপর দিয়ে হেঁটে আলমডাঙ্গায় ফেরার সময় অসাবধানতায় ট্রেনে কেটে মৃত্যু হতে পারে!


চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মাসুদ রানা বলেন, শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন আন্ত:নগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি মধ্যরাতে আলমডাঙ্গা রেল জগন্নাথপুর গেটে পৌছলে এক কিশোর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। সকালে বিষয়টি স্থানীয়রা দেখার পর রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মাসুদ রানা বলেন, মরদেহ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram