আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গোবিন্দপুর গ্রামের মিঠুনকে আটক করেছে। ৭ জুলাই শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাসটার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর সোহাগ মোড়ের আব্দুল জব্বারের ছেলে মিঠুন মিয়া(৩৯) বেশ কিছুদিন ধরে মাদক বিক্রয় করে। ৭ জুলাই আলমডাঙ্গা থানার এসআই মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক বিক্রয়কালে তাকে আটক করে।
আটকের পর তার নিকট থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।